একটি নবজাতক যখন পৃথিবীতে আসে তখন সে নিষ্পাপ, নরম এক কাদামাটি,
অফুটন্ত ফুলের কলির মতো পবিত্র এবং হিমেল হাওয়ার মতো শান্ত, সম্পূর্ণ খাঁটি,
করণীয় হলো ঐ কাদা মাটিকে একটি সত্যিকারের মানুষের আদলে গড়ে তোলা,
অফুটন্ত কলিকে সুন্দর পরিবেশে প্রস্ফুটিত হতে দেয়া যেখানে স্বচ্ছ আলোর দোলা,
হিমেল হাওয়াকে সদা নিখুঁত রত্নে, জাতীয় শান্তির অমূল্য উপকরণে পরিণত করা।
মানসে মননে সন্তানের লালনে পিতামাতা হবেন যত্নশীল, সদা ধরে রেখে পরম্পরা।
আজকের শিশু সে তো ভবিষ্যতের নেতা, দেশোন্নয়নই হবে যার জীবনের তেষ্টা,
পিতামাতার কাজ সে শিশুকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা,
পিতামাতাই শিশুকে শেখাবেন আজ যে শিশু কাল সে বিশ্বনাগরিক, দেশের কর্ণধার,
জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সার্বিক কার্যে শিশুর অগ্রগতি পাবে অগ্রাধিকার, ৪৫০
জননীতো অতুলনীয়, সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার সবচে' নিখুঁত কারিগর।
জনকের দায় কমতো নয়, সন্তানের সুষম উন্নয়নে যিনি স্ত্রীর দায়িত্ববান পূর্ণ সহচর।
সন্তানের সুপ্ত প্রতিভার খোঁজে পিতামাতাই দক্ষ বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষকদের চেয়ে,
দক্ষ যত্নশীল দায়িত্ববান পিতামাতা সন্তানের সঙ্গী, সন্তান জাগে জীবনের সিঁড়ি বেয়ে।
এ যুগে পিতামাতার ক'জনে আর সঠিক খবর রাখেন সন্তানের বৃদ্ধি সুষম কি না,
লাখো শিশু যে বাড়েনা মানসিকতায়, রুদ্ধ নিয়ম-অনিয়ম ভোগায় সুষ্ঠু যত্ন বিনা।
ব্যস্ত জীবন জীবিকার টানে পিতামাতা থাকে যার যার পানে; সন্তান থাকে একা
ভালো-মন্দের ফারাক কে শেখাবে তাকে? প্রয়োজনে পিতামাতার মেলে না দেখা।
গৃহকর্মীর হাতে সন্তান বাড়ে, জড়তায় আঁকড়ে ধরে, চারদেয়ালের মাঝে সে বন্দী,
শিশুসুলভ বিনোদন নেই, নেই যত্নশীল খেয়াল, অনিশ্চিত ভবিষ্যতের সাথে সন্ধি! ৪৬০
(চলবে..............................)