যে বিমানে আসছে সোনা চালানকারীর হিসেব গোণা সেই বিমানের অবস্থাটা দেখলেই ‘হায়! হায়!’
পথভ্রষ্ট বাংলার বিমান দিনে দিনে হারাচ্ছে মান, সিলেটগামী বিমান উল্টো পথে কলকাতাতে যায়!
আজকের ফ্লাইট কাল উড়বে নাকি যাত্রী অযথা ঘুরবে তার কোনো ঠিক ঠিকানা এই বিমানে নাই,
ছয়টার বিমান নয়টার উড়ে, যাত্রীসেবার মান থাকে দূরে, মানোন্নয়ের চিন্তা কেউই করে না তাই।  
অনিয়ম আর স্বেচ্ছাচারিতা বাংলাদেশ বিমানের নিত্য হালখাতা, এ ‘সরকারী মাল দরিয়া মে ঢাল’
নিরাপত্তার বড়ই অভাব এ বিমানের নিত্য স্বভাব, দায়িত্বে হেঁয়ালির তলে পড়ে বিমানের এই হাল।    
বিনা পয়সায় বিমানে উড়ে বিমানের কর্তারা বিদেশ ঘুরে বউ ছেলে মেয়ে নাতি নাতনি নেয় সাথে,
সরকার ক্ষমতায় আছেন যারা বিমানে বহর করছেন তারা, এদেশ ওদেশ ঘুরে বেড়ান দিন রাতে।
অদক্ষ লোক বসিয়ে চেয়ারে বিমানের টাকা যাচ্ছে শেয়ারে, ক্ষতির পর ক্ষতি এসে আঘাত করে যায়,
লোকসানে মুখ চুবিয়ে ভবিষ্যৎকে আঁধারে ডুবিয়ে বিমানের হর্তা কর্তাগণ দোলেন আরাম কেদারায়। ৭৩০
অতি অর্থের লোভে পড়ে নিয়োগের বাণিজ্য করে সিন্ডিকেট সেজে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা।
বেচারা বিমান পড়ে থেকে ঢিলে আশার আলো ক্ষীণ তিলে তিলে, আর দেশের ট্রেজারি হচ্ছে ফাঁকা।  
যাত্রীসংখ্যা বাড়ছে কি না, নাকি বিমান উড়লো যাত্রীবিনা, সে হিসেবে মন রেখে কেউ কাজে নেই,
কতো আসছে সোনার চালান, ভাগ নিয়ে গড়ো বাড়ি দালান, গাড়ি, জমি, ব্যস্ততা সেই হিসেবেই।  
অদক্ষ পাইলটে দেদার নিয়োগ পায়, প্রকৌশলীরাও লোভে পড়ে যায়, অযত্নে বিমানের স্ক্রু হয় ঢিলা,  
কর্তারা ফাঁকি দেয় আপন কাজে, যাত্রীরা থাকে ভয়ের মাঝে, আকাশে শান্তির নীড়ের এ কি লীলা!  
ভিআইপি, ভিভিআইপি মন্ত্রী কিম্বা প্রধান মন্ত্রী কেউ বাদ যান নি বিমানের এ ভোগান্তির হাত থেকে।  
কোটি টাকায় বোয়িং কিনে রাখছে ফেলে যাত্রীহীনে নিরাশার এই বিমানসংস্থাকে ক্ষতির মুখেই রেখে।  
ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার এখন দেশের রাজস্বে ব্যারিয়ার, বিমান সংস্থার সংহারে কর্তারা আছেন বেশ!  
শিডিউল বিপর্যয়, নিয়োগ জালিয়াতি, যান্ত্রিক ত্রুটি, টিকেট জালিয়াতির চাপে পড়ে বাংলাদেশ বিমান শেষ! ৭৪০