পূর্ণিমার চাঁদ নামিয়ে দিলেও তুমি কি আর আসবে না?
সাত গগনের তিমির নীলে তুমি কি আর ভাসবে না?
সব কাননের ফুলগুলো তোমায় কি আর দেবো না?
পাঁপড়িগুলো দু’ভাগ করে তুমি আমি নেবো না?
নদীর পাড়ে বিকেল হলেই দু’জন কি আর বসবো না?
ভালোবাসার মূল্য কত, সে হিসেব আর কষবো না?
তোমার খোঁপার বকুল-বেলী বাতাসে কি আর নড়বে না?
আমার গাঁথা চাঁপার মালা ঐ গলে আর পরবে না?
কখনও আর হৃদয় দুয়ার আমার জন্য খুলবে না?
আমায় নিয়ে ফাগুন বনে গানের দোলায় দুলবে না?
ছড়িয়ে হাসি রাঙ্গা ঠোঁটে আমার কি আর ডাকবে না?
আমার কাঁধে চুল বিছিয়ে তোমার মাথা রাখবে না?
মনের কথা শুনতে আমায় আর কখনও বলবে কি?
দু’হাত ধরে অসীম পথে আমার সাথে চলবে কি?
আমার জন্য আর কি কভু চাইবে পথের পানেতে?
আর কি কভু বুঝতে পারো আমায় তোমার প্রাণেতে?
গভীর ঘুমে ধরলে তোমায় স্বপ্নে আমায় দেখো কি?
কোমল রুমাল বক্ষে তুমি নামটি আমার লেখো কি?
আমায় ভেবে দুচোখ বেয়ে অশ্রু তোমার নামে কি?
বুকের ভিতর পাথর চেপে দম কখনও থামে কি?
সত্যি করে দাওনা বলে, ভাবো নাকি ভাবো না?
হারিয়েছি তোমায় আমি? পাবো নাকি পাবো না?