কে যেন ডাকে
আমারে ডাকে
ইশারায় চুপিসারে।
এখানে খুঁজি
ওখানে খুঁজি
পাইনা তো আমি তারে।
উতলা হাওয়া
উন্মাদ চাওয়া
খুঁজি তারে বারেবারে।
প্রতিটি ক্ষণে
উদাসীন মনে
হাতড়েছি চারিধারে।
চঞ্চল প্রাণে
কীসের ঘ্রাণে
লাগিয়ে মাতাল হাওয়া
লুকায় সে জন
কেড়ে এই মন
হয়না তো কাছে পাওয়া।
মনাকাশে পাখি
করে ডাকাডাকি
দেয়নাতো ধরা হাতে।
একা বাসা বাঁধি
বসে বসে কাঁদি
প্রতিটি দিবস রাতে।
এ ধরাধামে
কীসের দামে
পাবো আমি তারে কাছে?
শুধু তার তরে
মন যায় মরে
তারে পেলে প্রাণ বাঁচে।
আমারে বাঁচাতে
মনের খাঁচাতে
থাক না এসে পাখি। ।
যতো যাই চাবি
সব কিছু পাবি
প্রাণ দেবো, বাজি রাখি।