বন্ধু মানে প্রাণের সাথে
বাঁধা আরেক প্রাণ,
বন্ধু মানেই উষ্ণ ভাবে
সজীব সতেজ ঘ্রাণ।
বন্ধু মানে দাঁত কেলিয়ে
বাঁদরামো আর হাসি,
বন্ধু মানেই চাপড়িয়ে পিঠ
ভালোবাসাবাসি।
বন্ধু মানে দুহাত ধরে
একসাথে পথ চলা,
বন্ধু মানে পাশে বসে
মনের কথা বলা,
একটু সময় বিচ্ছেদেতে
উথাল-পাথাল ঝড়,
বন্ধু মানেই প্রাণের শপথ
‘হবো নাকো পর’।
বন্ধু মানে কান্না-হাসির
সমান-সমান ভাগ,
খানিক সময় মান-অভিমান,
খানিক সময় রাগ।
বন্ধু মানে একটি তিলে
কর্তনে সাতজনা,
যা মেলে তার ভাগে দুজন
সমান সমান বনা।  
বন্ধু মানে নয়কো গোপন,
যা যা আছে মনে
দাও বলে সব দ্বিধা ভুলে
ক্ষণে, প্রতিক্ষণে।
বন্ধু মানে সুখের দিনে,  
দুঃখের দিনেও আছি
ঝড়-বাদলেও আঁকড়ে ধরে
থাকা কাছাকাছি।  
ভিন্ন জনম হোক তবুও
সহোদরের তুল্য,
আর কিছুতে যায় না দেয়া
বন্ধুজনের মূল্য।  
বন্ধু মানে নিজের ছায়া,
বন্ধু মানেই শ্বাস,
বন্ধু মানে ঘোর হতাশায়
খুঁজে পাওয়া আশ।
বন্ধু মানে প্রাণেতে ঠাঁই,
হৃদয় মাঝে বাসা,  
বন্ধু মানে হৃদয় জুড়ে
ভালোবাসা ঠাঁসা।
বন্ধু মানে খোলা আকাশ
উদার জীবন-মুক্তি,
বন্ধু মানে সারাজীবন
পাশে থাকার চুক্তি।
বন্ধু মানে খানিক মন্দ,
অনেকটা তার ভালো,
অফুরন্ত রবির কিরণ,
পূর্ণ চাঁদের আলো।
বন্ধু মানে, কী রে পাগল,
কেমন আছিস বল?
বন্ধু মানে, ওরে শালা!
চা খাবি তো চল।
বন্ধু মানে নয়তো বিভেদ
বয়স-জাতে-পাতে,
বন্ধু মানেই এক হয়ে যাও
হাতটা রেখে হাতে।
ধনী-গরীব বিভেদ তুচ্ছ,  
নয়তো বিভেদ শিক্ষায়,
বন্ধু মানে শিষ্যত্ব হোক
ভালোবাসার দীক্ষায়।
বন্ধু মানেই একটু ভুলে
স্বেচ্ছাতে ধর কান,
বন্ধু মানেই মধুর আবেশ,
বুকের মাঝে টান।
বন্ধু মানে কৈশোরে চল,
মুক্ত মনে ঘুরি,
বন্ধু মানে ডানা মেলে
পাশাপাশি উড়ি।
বন্ধু মানে ‘বন্ধু আমার,
এক পৃথিবী তুই’,
বন্ধু মানেই ‘একের ভিতর
তুই আর আমি দুই’।  
বন্ধু মানে রসনাতে
টক-মিষ্টি-ঝাল,
বন্ধু মানে 'বন্ধু হয়েই
থাকবো চিরকাল'।