কোন শিহরণ বুকের ভিতর
জাগছে বেজায় আজ?
কোন হরষে লাগছে মনে  
এমন নতুন সাজ?
সমীরণের নিটল পায়ে
নূপুর ঝিনিঝিনি
কোন কারণে কিসের নেশায়
বাজছে সারাদিনি?
কেনো এতো ফুলেল সুবাস
ভরছে উঠোন-ঘর,
প্রজাপতির বহর এসে
ছুঁটছে নিরন্তর?
আজ এ লগণ কোন সে ঘোরে
উথাল-পাতাল দোলায়
মনের ভিতর হর্ষ ভরে
দুঃখ পাহাড় ভোলায়?  
আজকে কেনো পাখির গানে
শুনছি নতুন সুর?
উথাল-পাতাল করছে কেনো
মনের অন্তপুর?
দখিণ হাওয়ার শীতল পরশ
লাগছে আমার কায়ায়।
আজ সে ছোঁয়া জড়িয়ে নিলো
কোন সে নতুন মায়ায়?
কেনো এমন মধুর টানে
দিচ্ছে সবাই সাড়া?
কোন সে ডাকে
উদাস আমি হচ্ছি দিশেহারা?
আকাশপটে ফুঁটছে যে আজ
শুভ্র মেঘের ফুল,
মিষ্টি বারি ভরিয়ে দিলো
জীবন নদীর কুল।
আজকে কেনো আমার বুকে
জাগছে নতুন সুখ?
তবে কি আজ দেখবো আমি
আমার প্রিয়ার মুখ?
প্রিয়া বুঝি আসবে ফিরে
অনেক দিনের পর?
তাই বুঝি আজ আনন্দেতে
ভরছে আমার ঘর?
আহ্লাদে আজ টানছে সবই
সুখের আলিঙ্গনে,
নতুন সাজে সাজছে ভুবন
তোমার আগমনে।