অজানা এক পথের মাঝে চলছি হেঁটে আমি,    
কোনখানে যে শুরু আমার! শেষে কোথায় থামি!    
লক্ষ্যবিহীন মানুষ আমি, লক্ষ্য ছাড়াই চলা,    
হয় না কারো হাতটি ধরে মনের কথা বলা,  
হয় না কারো ইশারাতে বুঝিয়ে দেয়া ভাষা,
কী যে আমার স্বপ্নগুলো, কী যে আমার আশা!  
চলার পথে চরণ তলে লাগলে কভু ভার  
অলস পথে একটু থামা হয়তো কয়েকবার।  
নীল গগণে হয়তো চাওয়া চোখ দুখানা তুলে,
কোথায় আছি সেটাই যেনো যাচ্ছি সদা ভুলে।  
থেকে থেকে উদাম হাওয়া লাগলে এসে গায়  
বুঝি না সে কীসের কথা আমায় বলতে চায়।  
চলার পথে হারিয়ে গেলে, মিলিয়ে গেলে দিক  
থাকবে পড়ে পথের ধুলো, পথটা রবে ঠিক।  
অজানা এই পথে যে দিন চলার হবে শেষ,
হারিয়ে যাবে দিনগুলো আর আমি নিরুদ্দেশ।