আস্তে করে বল না রে ভাই,
শুনতে সবাই পাচ্ছে।
আগ বাড়িয়ে তোর এ কথা
শুনতে কি কেউ চাচ্ছে?
দেয়ালেরও কান যে আছে
যাস কেনো তা ভুলে?
ফিসফিসিয়ে বল না রে ভাই,
কানেতে মুখ তুলে।
আমি তো রে কালাও না,
নই যে মাথা-মোটা,
তবে কেনো বলিস কথা
বোমা ফোঁটা ফোঁটা?
ভালো দুটা কানের বুঝি
বাজালি রে বারো,
যা বলেছিস, বেজায় বেশী,
বলবি নাকি আরো?  
এতো কথা বললে জানিস
মুখ যাবে তোর ফুলে,
বিরাম ছাড়া বললে কথা
বাপকে যাবি ভুলে।  
মুখ গলে তোর পানের পিকে
জামা-কাপড় গ্যাছে।
কতো লোকে পড়বে আরো
তোর এ কথার প্যাঁচে!
যেখানে যাস, মুখ চলে খুব,
থামরে, এবার থাম।
নইলে লোকে মার লাগাবে,
বুঝবি বিধি বাম!