এক পলক দেখবো বলে ভেবেছি দিনভর,
তাই ঘর ছাড়া হওয়া সেই সন্ধ্যার পর!
দু'পায়ে মারিয়ে যাই আলো-আঁধারীর ধাঁধা,
কয়েক ক্রোশ পথ পেরিয়ে এলো বড় বাধা!
সাহস-ভয়ের লড়াইয়ে বুক কাঁপে থরথর,  
আমাকে উড়িয়ে নেবে বুঝি এ বৈশাখী ঝর!
ধুলোময় হাওয়ায় দম হবে বুঝি বন্ধ,
লোড শেডিং-এর কালোয় আমি তবে অন্ধ!
বাতাস ঠেলছে পিছে, আমি হাঁটি সম্মুখে,
কে যেনো জুড়ে দেয় ফের শক্তি এ বুকে।  
মাথার উপরে এসে পড়লে বাদল,
নিজেকে নিজেই বলি, 'তবু সম্মুখে চল,
প্রেমিক পুরুষ আমি, এ ঝড় কিছু নয়,
ভালবাসলে কি কভু ভয় পেতে হয়?'  
বৃষ্টিতে ভিজে কী যে দশা হলো হায়!  
শীতল হাওয়া জোরে জোরে বয়ে যায়।
সব বাধা পেরিয়ে পৌঁছে গেলে সেথা
সেই মুখ মনে পড়ে, ভুলে যাই ব্যথা।
কী করে বুঝলো সে আমি আছি দাঁড়িয়ে!  
জানালা খুলে সেও দিলো হাত বাড়িয়ে।  
কী বললে, দূর ছাই! ঝড়ে তা শোনা দায়!
মনের মানুষের কথা মন দিয়েই বোঝা যায়।  
দূর থেকে দাঁড়িয়েই দেখেছি তোমার মুখ,  
ও মুখ দেখলে বুঝি শত কষ্টেও পাই সুখ!