ছেলেমেয়ে তিনখানা মোর সদাই হাসি-খুশি
প্রিয় খাবার ভাতের মাড়ে ইসবগুলের ভুষি।
সকালে খায় আটার রুটি, সাথে দু'খান আন্ডা,  
আধা লিটার গরম দুধে কিছুটা জল ঠান্ডা।
দুপুরে খায় নরম ভাতে চারটে সাগর কলা
নয় তো জলেভেজা চিড়ায় আস্ত গুড়ের দলা।
বিকেলে দেই মাছের মাথা, সেদ্ধ আতপ চাল
কচি লাউয়ে মাংস কয়েক, সাথে মুগের ডাল।
সন্ধ্যাতে দেই খিচুড়ি আর লম্বা বেগুন ভাজি।
রাতের বেলা যা খেতে চায় সেটাই দিতে রাজি।
হাতের কাছে সকল সময় রাখি খাবার বাটি।  
খাবার পেতে দেরি হলেই চিবিয়ে খাবে মাটি।
ওরা আমার ছেলেমেয়ে, হোক না যতোই মোটা,  
খেয়ে খেয়ে নিঃস্ব করুক, দেই না তবু খোঁটা।