আমার পাশে একটু ঘেঁষে বসো তুমি যখন
ইচ্ছে করে দুজন মিলে স্বর্গেতে যাই তখন।
সামনে এসে মিষ্টি হেসে যখন কথা বলো,
আমি বলি, ও বিধাতা! আমার এ কী হলো!
তোমার কোমল হাত দুখানি যখন একটু ধরি,
গায়ে আমার বিজলী লাগে, এই বুঝি যাই মরি!
আলতা রাঙ্গা পা দু’খানি পড়লে আমার চোখে
ইচ্ছে করে ছুঁয়েই দেখি, যেটাই ভাবুক লোকে।
মেঘ কালো ওই রেশমি কেশে যখন পরো ফুল,
আমি তখন হারাই দিশা, যাই ভুলে জাত-কুল।
ওড়নাখানার পাড়টা যখন আমার গায়ে লাগে,  
বুকের ভিতর ঝড় উঠে যায়, কী শিহরণ জাগে!  
রাঙা দুটি ঠোঁটের কোণে ঝরলে হাসির ঝলক,
ইচ্ছে করে তাকিয়ে থাকি, ফেলবো নাতো পলক।
ভ্রমর কালো চোখ দুটিতে যখন আমি চাই,
এই আমাকেই হারিয়ে ফেলি, খুঁজেও না পাই।
হাসলে তুমি তোমার গালে পড়ে যখন টোল,
প্রাণে আমার তবলা বাজে, মনে বাজে ঢোল।
যখন তোমার হাতের চুড়ি রুম ঝুম ঝুম বাজে,  
আমি তখন বদ্ধ পাগল, মনে বসে না কাজে।  
বশ করেছে রূপের যাদু, পাগলামি তাই মন্দ না,
সারাজীবন দেখবো তোমায়, করবো তোমার বন্দনা।