হৃদয় চিঁরে তোমায় দিয়েছে যে ঠাঁই    
তিলে তিলে সে পেলো জ্বালা, বেদনাই।  
যে দেহ তোমায় আগলে ছিলো সকল ব্যথা সয়ে
সে দেহে তুমি কষ্টের অনল জ্বেলেছো রয়ে রয়ে।    
ভিতরে বাইরে যে কেবল পুড়তেই জানে
তারেই তো পোড়াবে তুমি জ্ঞানে-অজ্ঞানে।
যে অঙ্গার পুড়ে পুড়ে হয়ে গেছে ছাই  
পোড়ানোর ভয় দেখিয়ে তারে কোনো লাভ নাই।  
পুড়ে পুড়ে যে লুকায় মনে সব কষ্ট বেদনা,
অনলে বাষ্প হয় তার অশ্রুজলের নোনা;  
সে ছাই হয় বলেই তুমি হও খাঁটি সোনা।