সকাল বেলার আকাশ দেখি, ছুটছে আলোর ছটা,
   আমার মনে আলো যে নেই; অন্ধকারের ঘটা।
   উদাস মনে একলা কাটে আমার সকাল দুপুর,
   কাঁচের চুড়ি বিষম লাগে, শিকল পায়ের নূপুর।
   বিকেল কাটে বিষণ্ণতায়, সন্ধ্যা জুড়ে কালো,
রাত নিয়ে যায় লুকিয়ে থাকা ক্ষীণ আশার আলো।
আউলা কেশে জটলা পাকায় নীরস কালের হাওয়া,  
কোন অজানায় দুচোখ মেলে হয় যে শুধু চাওয়া।
হাত বাড়িয়ে ধরতে দুহাত দেয় না তো কেউ সাড়া,
     নীরবে তাই ফেলছি শুধু দুঃখের অশ্রুধারা।
     বাতায়নের পাশটি ঘেঁষে সময় গুনে গুনে
   দেখছি আমার মনের ভিতর বসত করে ঘুণে।
    একলা সময় কষ্টে কাটে বাতায়নের পাশে,  
হাত বাড়িয়ে দেয় যদি কেউ- আছি তো সেই আশে।
   কেউ কি হবে সঙ্গী আমার ছড়িয়ে আশার আলো
সারা জীবন থাকবে পাশে, বাসবে আমায় ভালো?