মায়ের মুখে যে ভাষা শুনে মুখটা যায় খুলি,  
  যে ভাষাতে ফুটে আমার মুখের প্রথম বুলি,
  যে ভাষাতে খেলার ছলে শরীরে লাগাই ধূলি,
   যে ভাষাতে মনের কথা বাইরে আনি তুলি,
   যে ভাষাতে বললে কথা কষ্টকে যাই ভুলি,
  যে ভাষাতে জাগ্রত করি আমার সকল আশা,
  সে যে আমার মায়ের মুখের মধুর বাংলা ভাষা।


            বাংলা আমার অতি আপন,
            বাংলা তুলে হৃদয় কাঁপন,
            বাংলা আমার জীবনযাপন,
             বাংলা আমার পরিচয়।
           বাংলা আমায় বলতে শেখায়,
           বাংলা আমার পড়ায়-লেখায়,
            বাংলা আমার স্বপন দেখায়,
              বাংলায় আমার গর্ব হয়।


    রক্তের দামে কেনা যে ভাষায় ধারণ করি বেশ,
যে ভাষার নামে গড়েছি আমার সোনার বাংলাদেশ,
  যে ভাষার তরে দেশে দেশে আজ গর্জে উঠে গলা,
   যে ভাষা নিয়ে বুক ফুলে হয় অজস্র কথা বলা,
যে ভাষায় প্রাণ জুড়িয়ে গান গায় আমার দেশের চাষা,
   সে যে আমার মায়ের মুখের মধুর বাংলা ভাষা।


            বাংলা আমার গভীর মনে,
          বাংলা ভাসে চোখের কোণে,
           বাংলা থাকে লড়াই-পণে,
            বাংলায় খুলি সকল দ্বার।
            বাংলা আমার আত্মশ্লাঘা,
            বাংলা আমার নিদ্রা-জাগা,
           বাংলা আমার ভালো লাগা,
            বাংলা আমার অহংকার।