এ বুকে মহল গড়ে ক্লান্ত হয়ে থামি,
আঠারো বসন্তে এসে বেশ পরিপক্ক আমি,
রক্ত মাংস হাড়ে গড়ে আমি দিনে রাতে
অন্তরের ভেতরটা সাজিয়েছি শুধু নিজ হাতে,
স্তম্ভ গড়েছি বারোটি শক্ত পাঁজরে,
কোমল ত্বকে আড়াল করেছি বড় আদরে
লাল রঙে সাজানো হৃদয়ের চারটি ঘর,
অনেক যতনে গড়া আঠারো বছর।
ডান নিলয়ে কাটাবে তোমার স্নিগ্ধ সকাল,
বাম নিলয়ে কাটাবে তোমার অলস দুপুর,
এক অলিন্দে গাইবে তুমি, অন্য অলিন্দে নাচ,
নাচে গানে ভরাবে তুমি দুপায়ে পরে সোনার নূপুর।
আমার প্লাজমায় ধ্বনিত হবে ভালোবাসার গান,
কোষে কোষে ছড়িয়ে দেবো উষ্ণতার বান।
তোমার সুরক্ষায় দেবে নিশ্চিত টহল,
আমার হৃদয়ে গড়া প্রেমের তাজমহল।
এসো হে প্রিয়তমা, অপেক্ষা নয় আর,
হৃদয়ের তাজমহলে স্বাগত জানাই তোমায়, প্রিয়া আমার।