এ কোন আবীর লাগলো আমার মুখে
দিক ভুলে আজ কোন দিকে যাই
কোন ভুবনে স্বপ্ন সাজাই
উপচে পড়া সুখে।


প্রাণ মাঝে আজ উঠছে দমকা হাওয়া
উথাল-পাতাল সকল আশা
ভুলে গেছি বলার ভাষা
হবে কি সব পাওয়া?


কোন ফাগুনের আগুন দিলে জ্বেলে?
সমাজ গেলো চুলোর মাঝে
বিনাশ এলো আমার লাজে
ছুটছি সবই ফেলে।


এ কোন মায়ায় বাঁধলে আমায় বলো,
ভাবছি তোমায় দিনে-রাতে
সব ফেলে আজ তোমার সাথে
যাবার সময় হলো।