হেরেছি সেই কবে!
এখন কি আর জেতার সুযোগ হবে?
নিঃশ্বাসে আর পাই না যে বল,
নয়ন থেকে ঝরছে যে জল,
ডুবছে তরী, সাগর অতল,
ক্ষীণ আশা সঙ্গী হয়ে রবে!


আমার জগত বিষম ভারী,
যা আছে তাও যাচ্ছে ছাড়ি,
হাতরিয়ে সব শূন্য দেখি,
নিজের ললাট নিজেই লেখি,
ভাগ্য আমার রূপ নিয়েছে শবে।
এখন কি আর জেতার সুযোগ হবে?


ব্যস্ত দিনের খুন্তি-কড়াই,
বাঁচার তরে চলছে লড়াই,
কী নিয়ে আর করবো বড়াই?
যা ছিলো আজ তাও যে নাই,
হারার তরেই এসেছি এ ভবে!
আমার কি আর জেতার সুযোগ হবে?


সঙ্গীবিহীন অসীম পথে
চলছি একা কীসের রথে
জানি না যে তাও,  
জীবন জোয়ার ভাটার খেলা
করছে আমায় অবহেলা,
ডুবছে ছোট্ট নাও।  
এমন জীবন হারার তরে,
আশা ছেড়ে যাচ্ছে মরে,
একটু আলোর নেশায় যে আজ ধরেছে বৈষ্ণবে,
আমার কি আর জেতার সুযোগ হবে?


শীর্ণ দেহে জীর্ণ আশা,
ক্ষয়ে আসা মুখের ভাষা,
বেদন ছড়ায় হাওয়া,
যা চেয়েছি থাকলো হয়ে
অধরা, না পাওয়া।
হিসেব কষে কী হবে আর!
হয়েছে যা ছিলো হবার,
আমায় বিনে জগত কি আর শূন্য পড়ে রবে?
শেষ আশারও জলাঞ্জলি,
স্বপ্নকেও দিলাম বলি,  
করবো না আর কোনো লড়াই,
সব পুড়ে হোক উড়ন্ত ছাই,
কে দেখাবে জেতার আশা!
সবই দেখি সর্বনাশা!
কী হবে আর তবে?
হেরে হেরে ক্লান্ত হয়ে পড়ে আছি ভবে,
আমার কি আর জেতার সুযোগ হবে?