হা হা হা হা
কথা বলো ঢের সে জানি, মিথ্যে বলো ডাহা।
হা হা হা হা।
মুখে তুমি যা বলো, মন বলে তার ভিন্ন
মুখ থেকে কি মনটা তোমার আগাগোড়াই ছিন্ন?
কী বলো তাও যায় না বোঝা,
কথা তোমার পঙ্গু-খোঁজা,
জানো তুমি তাহা?
হা হা হা হা।
হতে পারি শাকের পোকা
ভেবো নাকো অতো বোকা
দেয়া সহজ নয়তো ধোঁকা
বলবে যা তা মানবো আমি
বলবো, ‘সত্যি, আহা!’?
এমন যদি ভাবো তুমি
মুখটি চেপে হাসবো আমি,
হা হা হা হা।