............ শোন রে সখি, শোন,
   তুই যেনো মোর মায়ের পেটের বোন,
      তোর আর আমার মনের পিরিত
            পদ্মা-মেঘনার ঢেউ।  
          দলাদলির ভিতরে প্রেম
            বোঝে না তো কেউ।
        নানান লোকের নানান কথা,
          শুনলে কানে ধরবে ব্যথা,
      লোকের কথায় কী যায় আসে,
          যে যাই ভাবুক লোকে,
       তুই আমারে বাসিস ভালো,
            আমিও বাসি তোকে।
   ভিন্ন দলে দলাদলি চিরটাকাল রবে,
তুই থেকে মোর প্রাণেরও টান ছিন্ন কভু হবে?
লোক দেখাতে হয়তো কথা হবে টক ও ঝাল,
তুই যে আমার, আমি যে তোর রবো চিরকাল।
  ওরে আমার প্রাণের সখি, আমার পাশে বয়,
তুই আর আমি এক হলে যে বাংলাদেশ এক হয়।


             (এমন যদি হতো!)