বস্তুবাদী মানুষগুলো
জীবনটাকে করছে ধুলো
মিশিয়ে সদা কাজের মাঝে।
ভোগবাদীতা, বিলাসিতা
বাঁধছে জীবন জড়িয়ে ফিতা
পিষ্টে মারে হরেক কাজে।
লোভের তরে ডাকলে ঋভু,
অর্থবিলাস ধরলে কভু
বেড়ানো আর নয়তো সোজা।
তাইতো বোধ হয় এমন জীবন
ছেড়ে কভু পাখির মতন
হয় না আসল সুখকে খোঁজা!
কল্পনাতে হারিয়ে যাওয়া,  
স্বপ্নসুখের মিষ্টি হাওয়া
হয় না হাতে ছোঁওয়া কভু।  
বস্তুবাদী জীবনখানি
পিছেই শুধু ধরছে টানি,
শেষ যে কোথায়, জানেন প্রভু!
অর্থলোভী জীবন যাপন
ঠিক যেনো যন্ত্রের মতন,
হয়তো কামাস দুহাত ভরে,  
তবুও তো সুখের পতন!
থাকলেও বেশী চায় যে আরও,
কেউ ভাবে না অন্য কারও,
কার কী আসে যায়?
এতো মানুষ! তবুও একা,
আপন জনেও দেয় না দেখা,
মনটা কাঁদে হায়!  
মানুষগুলো মেশিন রূপে
পড়ছে শুধু টাকার কূপে,
জীবন মানেই টাকা!
দিন-রাতিতে কামাস শুধু,
তবুও জীবন লাগছে ধুধু,
সব থেকেও ফাঁকা!
একলা বসে ঘরের কোণে
অতীত সময় পড়ছে মনে,
দুচোখ ভরা জল?
বুকের ভিতর হূহূ করে
অথৈ দুঃখ যাচ্ছে ভরে!
জীবন তবে ছল?
প্রাসাদসম ঘরটাকেও
লাগছে যেনো যম,
কতোকিছুই কিনলিরে তুই,
সুখ তবুও কম!
ফরমায়েশে খাটছে যে লোক
দিচ্ছে সময় কতো!
তবুও কেনো প্রাণের ভিতর
হচ্ছে গভীর ক্ষত?
আসন পাতিস সোনার উপর
তবুও যেনো কাঁটা?
বিলাসিতার জীবন তবুও
পড়ছে সুখে ভাটা?
ভোগ-ভাগকে খরচা করে
গেলে দুহাত খুলে,
ভুলেও কভু জল দিলে না
আসল সুখের মূলে!
মনের খোরাক টাকাতো নয়,
সবকিছু কি টাকাতে হয়?
নানা কাজের জীবনখানি,
কাজের মানুষ তুমি মানি,  
হাতে সময় অল্প,
তবুও ডেকে কাউকে কাছে
দে যা বলে বলার আছে,
মন খুলে কর গল্প।
ব্যস্ততাকে আড়ি দিয়ে
দূরে কোথাও হারিয়ে গিয়ে
দেখ না জীবনটাকে।
চলনা হেঁটে একলা কভু
স্রোতস্বিনীর বাঁকে।  
খালি গলায় ধর না রে গান,
পড় না খুলে বই,
দূরের মানুষ নিয়ে কাছে
কর না রে হৈচৈ।
মনটা কী চায় নে তো জেনে,  
থাক না পড়ে কাজ,
আজ খুলে দে ঝিমিয়ে পড়া  
জীবনপাতার ভাঁজ,
দেখ না কারা পথের পরে
কেমন জীবন যাপন করে,
কাদের অশ্রু পড়ছে ঝরে,  
লড়ছে কারা বাঁচার তরে,
কারা কাঁদে লুকিয়ে ঘরে,
কারাই বা অনাহারে মরে,
যা আজ তাদের কাছে।
দুঃখকে না দেখলে চোখে
কেমন করে বুঝবে লোকে
সবাই কেমন আছে?
সুখের জীবন জীবন কিসে
দুঃখ যদি নাই-ই মিশে
কষ্ট নাই-ই লাগে।
ভোগের জীবন জীবন তো নয়
কভু যদি ত্যাগই না হয়
মানবতায় আগে।
মাঝে মাঝে কাজের ফাঁকে
মিশিয়ে দিবি জীবনটাকে
অন্য সবার তরে।
বুঝবি তখন সুখটা যে কী,
বাকি সব-ই লাগবে মেকী
ফিরলে নিজের ঘরে।
বইলে শুধু বিলাস হাওয়া
প্রকৃত সুখ যায় না পাওয়া,
থাকলে লোভে মেতে।
প্রাসাদসম ঘরটা ছেড়ে
আয় বেড়িয়ে মানব তরে
প্রকৃত সুখ পেতে।