মন যেনো কালো হংসের জাত,
ডিম থেকে সদ্য ফোঁটা ছানাও শুধু দাপাদাপি করে,
মাতিয়ে তোলে ধরাবক্ষ,
জড়িয়ে ধরতে চায় পূর্ণ গ্রহটাকে।
শরীরের আলতো পালক যে থেকে থেকে উড়ে,
ক্ষেপীয়ে তোলে কঁচি হৃদয়টাকে।
কৈশোরেই উড়তে চায় আকাশের পানে,
ঝড় বাদলের বাঁধাও যেনো না মানে।
ধীরে ধীরে বেড়ে ওঠা,
সীমা ভেঙ্গে ফেলে আরেক সীমায়,
কৈশোর ফেলে এসে ঢোকা যৌবনে।
যৌবনের বিহঙ্গ আজ আকাশেতে উড়ে,
পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে,
ঈশাণ থেকে অধঃ, অধঃ থেকে ঈশাণে,
ডানা মেলে ওড়া শুধু এখানে ওখানে।
ধরাতে নামাবে তাকে সাধ্য কারও আছে?
মন বিহঙ্গ যে হয় না নত কভু কারও কাছে।