লোকে বলে, হারানো বড় কষ্টের,
গোড়া যত সব নষ্টের।
হারালে শোকাহত হবে,
কষ্টই হবে হারানোর একমাত্র প্রতিপাদ্য।
আমিও হারিয়েছি,
হারাতে হারাতে আমি বুঝি নিঃস্ব।
সংসার হারিয়েছি, হারিয়েছি সন্তান।
তোমার জন্য হারিয়েছি সব,
সম্মান-সম্ভ্রম-শ্রদ্ধা হারিয়েছি।
কপালে এঁকেছি যেন কলঙ্ক তিলক।
আজ আমার ঘর নেই, নেই চাল-চুলো,
সোনার শরীর কেড়ে নিয়েছে ধুলো।
আগে ছিল বসত-ভিটা, তাও নেই এখন।
মাথার উপরে থাকা ঘরের চাল এখন অবাস্তব শুধু,
চোখ তুলে দেখি পুরো উদাম আকাশ।
সেগুণের সিন্দুকে উইপোকার ঘরবসতি।
সমাজচ্যুত, ভবঘুরে, এক পতিত মানুষ যেন আমি,
ইট-পাথরের রাজ্যে আমি অপাংতেয়।
আর কী আছে হারাবার?
আমি নই কারো আপন লোক।
তবুও করি না শোক।
আজ আমার পালঙ্ক নেই কোন,
এক ভুবনের সব কলঙ্ক আছে।
ছলনায় নিঃস্ব করেছো আমায়,
একাকী বসে এখনও ভাবি তোমায়।
তোমাকে ভাবতে ভাবতেই হারিয়ে যাই আমি।
আকাশ আমাকে আলিঙ্গন করে।
শ্রান্ত দেহখানি হারিয়ে যায় কোন এক ফুটপাতে।