এবার তো দেখ, জাগছে মানুষ,
    থাকবে না আর বসে,
জাগরিত মানুষ এবার
    দেবে আঘাত কষে।
কোথায় আছিস জঙ্গিসকল
    আয় তো দেখি সামনে,
শেষবারে এক সুযোগ দিলাম
    বাবা-মায়ের নাম নে।
ধর্মের নামে যেভাবে করিস
    ভ্রষ্ট পথের স্মরণ,
সেই পথেই আসবে জানিস
    নরকমুখী মরণ।
আয়রে দেখি, কেমনে করিস
    মানুষ মেরে লাশ,
প্রতি আঘাত করবো এবার
    হাতে নিলাম বাঁশ।
কোটি লোকের বাঁশের ঘায়ে
    মটকাবে ঘাড়, শালা!
প্রাণ বাঁচাতে চাস যদি তোরা
    এ দেশ থেকে পালা।
নইলে কিন্তু খবর হবে
    দেখবি সর্বনাশ,
অন্যকে লাশ করার আগে
    নিজেই হবি লাশ।