কত ব্যথা, কষ্টের বোঝা সয়ে সয়ে গেছি,
বুঝতেই পারিনি তাতে কত ক্ষয়ে গেছি!
আদরের বাতিকটাকে খুইয়ে অনাদরে,
আশাগুলো পড়েছে ঢাকা দুরাশা চাদরে।
দেখি সব দূরে যায়, কাছে কেউ নাই,
আলোক তাড়িয়ে দেয়, আঁধারে হারাই।
সব মান ম্রিয়মাণ, সয়ে যাই গ্লানি,
পদতলে পাই না যেন প্রাপ্য ধরাখানি।
এই যদি ফল দেয় ভালোবাসাবাসি,
তবে কেন যুগে যুগে প্রেম নদে ভাসি?
তবে কি প্রেম মরীচিকা, শুধু ছল মায়া?
ভালোবাসা তবে শুধু মরণের ছায়া?
চাই না সে প্রেম আমি যাতে আছে জ্বালা,
হৃদয় পুড়ে অঙ্গার করে, দেহ করে কালা।
তার চেয়ে ঢের ভালো গলায় দেই ফাঁসি,
ঘুচে যাক প্রেমের মোহ, ভালোবাসাবাসি।