‘বলতো, আমি দেখতে কেমন?’
‘খুব ভালো, খুব ভালো।
আপনার রূপে মুগ্ধ রবি
ছড়ায় সোনার আলো।’
‘বলতো, আমার বচন কেমন?’
‘হাতি-ঘোড়ার দাবা!
যে শুনেছে সেই বলেছে
মারহাবা! মারহাবা!’
‘বলতো, আমার চলন কেমন?’
‘সে কি আর বলতে!
বনের রাজা সিংহও মানে
সে হলো এক সলতে।’
‘আর আমার শাসন-হুকুম?’
‘তুলনা মনে পড়ে না।
আপনি হাকিম নড়তে পারেন,
আপনার হুকুম নড়ে না।
আপনি হলেন এই জগতে
সকল রাজার গুরু।
আপনার তোপে কেউবা মরে,
কারো জীবন শুরু।'
'বেশ বলেছিস! বলতো তবে,
কেমন আমার নীতি?'
'আপনি হলেন সত্যের প্রতীক,
ন্যায়ই আপনার রীতি।
মাথার উপর ছাতা হয়ে
থাকলে এমন রাজা,
পাপ করে কেউ পাবে না পার,
নিশ্চয় পাবে সাজা।'
'ওরে আমার, মহান উজির,
শুনলে এমন কথা,
নিজের জ্ঞানেই বুঝতে পারি
রাজার সার্থকতা।'
'আপনি হলেন মহান শাসক,
মহান আপনার মন,
আপনার গুণ পারে না বুঝতে
অবুঝ প্রজাগণ।'
'প্রজা মানেই শাসিত অজাত,
আমি তাদের রাজা,
সীমা ছাড়লেই নিশ্চয় পাবে
অবিনীত সাজা।'
'আপনি মহান, আপনি শ্রেষ্ঠ,
আপনিই শেষ কথা,
প্রয়োজনে কঠিন হওয়াই
আপনার যথার্থতা।'
'ঠিক বলেছো, উজির মশায়,
আমিই হলাম সব,
আমি চাইলেই যায় যে থেমে
সকল কলরব।'
'আপনি রাজা থাকুন বেঁচে
লক্ষ কোটি কাল,
আপনি বিনে এ রাজ্যের
কী যে হবে হাল!'
'মিথ্যে থাকুক রাজ্য আমার,
মিথ্যে থাকুক প্রজা,
যা বলেছে উজির আমার,
তাই তো সত্য সোজা।
তুমি ছাড়া কে আর বলো
বুঝতে আমায় পারে,
আপন গুণেই মহান আমি,
প্রজা বুঝলো না রে!
এ জগতে মহান আমি,
তুলনা যার নাই,
মহান রাজার গুণ বুঝতে
এমন উজির চাই।'
'রাজাবিহীন এই উজিরের
কোনো মূল্য নাই,
মহান রাজার তরে আমার
জীবন দিতে চাই।'
'ওরে আমার, প্রিয় উজির
থেকো আমার পাশে,
তোমার কথায় মন ভরে যায়,
প্রাণটা আমার হাসে।'
'সকল সময় থাকবো পাশে,
রাজা যদি চায়,
রাজা হলেন ধরাপতি,
তাঁকে ছাড়া যায়?
থাক পড়ে সব কর্ম-ধর্ম,
থাক পড়ে সব সাজা,
মাথার উপর ছাতা হয়ে
থাকুক আমার রাজা।'




'