এমনও যৌবনের ঘ্রাণ
অধরে ধরেছি প্রাণ
করেছি সর্বস্ব সমর্পণ,
প্রণয়ের শাখে শাখে  
নয়নের কৃষ্ণ বাঁকে
করেছো পূর্ণ অচেতন।  
হৃদয় গহীন কুঞ্জবনে
প্রণয়ের মধু ক্ষণে
ফাগুণ করেছে সর্বগ্রাস।  
মায়াজাল যাদু টোনায়
এ মনের প্রতি কোণায়
করছো মধুর সর্বনাশ!  
উন্মুখ চাহনির মায়াধায়ে
চেতনার নিরেট হিমবাহে  
ছড়ায়ে দিয়েছো তাপদাহ,
এমন অনলে হৃদয় জুড়ে  
সবখানেতেই যাচ্ছে পুড়ে,
নেই কোথাও কোনো হিমবাহ!  
জাগছে ভাবের ফুলঝুরি
উষ্ণ হাওয়ায় যাই উড়ি।
প্রেমবাগের প্রেম উৎসবে
ধরণী মাতে কলরবে,  
উচ্ছল নৃত্য গীতে
নেশাময় লহরীতে
মুখরা সকল রজনী,
দু'কান পেতে যাই শুনি,
গাইছে প্রাণের সজনী।