ও মেয়ে তোর খোঁপার বাঁধন
আলতো করে দে খুলে
ফুলসমেত তোর বাঁধা খোঁপা
মন মাঝে যে ঢেউ তুলে
খোলা চুলের সুগন্ধ নিয়ে
সে ঢেউ ফের হারাক কুল,  
স্বপ্নদোলায় যাক সে ভুলে
কী ঠিক আর কীইবা ভুল।  
তোর সে চুলে দেয় যে পরশ
ফুল ছড়ানো কুঞ্জবন
আমার হৃদয় মন্দিরেতে
অঞ্জলি দেয় শিহরণ।
ও মেয়ে তোর রেশমি চুলের
গন্ধে আমায় ভরিয়ে রাখ,
গন্ধেতে হোক মাতাল হাওয়া
মনভুবনে ছড়িয়ে যাক।  
দিন-কা-দিনের জগৎবাড়ির
হিসেবখাতা থাক পড়ে
তোর এ চুলেই জগৎ আমার
বাঁচি কিম্বা যাই মরে।