জীবন ধারণ করতে কারো
শুধু একটা কর্ম চাই,
কারো আবার স্বার্থ পূরণে  
হাতিয়ার যে ধর্মটাই।


কেউবা আবার নিজের লাভে
অন্যের মাথায় ভাঙ্গে বেল
স্বার্থান্ধ কেউ হরহামেশাই
অন্যের মাথায় মাখছে তেল।


ভবে হাজার কোটি মানুষ
ব্যস্ত যে যার তরে, তাই  
স্বার্থপূরণের মন্তর ফুঁকে    
নিজের আখের গোছা চাই।


মনুষ্যত্ব, ত্যাগ, বিবেক, বিচার
ন্যায়, নীতি আর সাম্যের গান
স্বার্থবাদী অমানুষের ভিড়ে
সয়ে যায় শুধু ঘোর অপমান।  


নেতা, রক্ষক, শাসক, সেবক
প্রকৃত স্বরূপ জপে শেষ বেলা
উপরে পরে মানুষের মুখোশ
ভিতরে খেলে স্বার্থের খেলা।