চন্দ্রিমা লেকের পারে
পড়ন্ত এই বিকেল বেলা
কার জন্য অপেক্ষায় আছো গো মেয়ে?


লেকের জলে তাকিয়ে
কোন ভাবনায় মজে গেছো
ভাবনায় কোন সে মুখে থাকো চেয়ে?


হৃদয় সাগরে ঢেউ
কে তুলছে অতো আবেগে
অপেক্ষায় রেখেছে তোমায় এই ক্ষণে?


কতোদিন এইভাবে
অপেক্ষায় থেকেছো তুমি
অবশেষে এসেছে সে নিয়ে প্রেম মনে?


নির্বিকার হয়ে আছো
দুলছে আলতা রাঙ্গা পা
প্রতিচ্ছবি দেখো হ্রদের নিস্তেজ জলে।


সে আসবে কিনা
হয়তো ভাবছো তা বসে
একাগ্রচিত্তে এ অপেক্ষা যাবে বিফলে?


দূর হতে দেখে
আমিও ভাবি মনে মনে
আমিও অপেক্ষমান, কেউ আসেনি কাছে।


তাহলে কি কেউ
তোমার মতো করে বসে
একা একা কোথাও আমার অপেক্ষায় আছে?