আজ '৭ মে' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
মহান এ কবিকে জানাই জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।


প্রিয় কবির জন্মদিন উপলক্ষে ৭ মে ২০১৫ ইংরেজি তারিখে লেখা আমার এই কবিতাটি আজ বাংলা কবিতার আসরে নিবেদন করছি।


তুমি এলে বঙ্গধামে ছড়িয়ে রবির আলো,
কাব্য-গানে উপহার দিলে যা যা আছে ভালো,
শূন্য প্রাণে জাগিয়ে দিলে জাগরণের দোলা,
বদ্ধ মনের সকল দুয়ার তাইতো হলো খোলা,
জীর্ণ ছিন্ন সমাজটাকে দেখিয়ে দিলে পথ,
মানবতার ঝান্ডা হাতে এক করে দিলে মত,
বেগহীন মানবকূলে প্রেমের আবেগ দিলে,
কাব্য দিয়ে মানবসমাজ আপন করে নিলে,
দিকে দিকে ছড়িয়ে দিলে বঙ্গদেশের নাম,
তাই তো তোমায় আজও স্মরে সকল ধরাধাম,
বঙ্গজাতি থাকবে নাতো কভু তোমায় বিনে,
মনের মাঝে থাকবে বেঁচে তুমি চিরদিনে,
পারবো নাতো মিটিয়ে দিতে কভু তোমার ঋণ,
আজ শ্রদ্ধাভরে তোমায় জানাই, 'শুভ জন্মদিন'।