জাত বেজাত করে কেনো
বিভেদ রাখিস মনে?
গায়ের ভিতর শোণিত কণা
ভিন্ন জনে জনে?
সব শোণিতের বর্ণ একই
বিভেদ কেনো লোকে?
ধরণ কি কভু ভিন্ন হয়
মানুষ মরার শোকে?
জন্ম হতে ভিন্ন ধরণ  
দেখেছিস কি কভু?
মরণও যে সবার তরে
এক রেখেছেন প্রভু।
দুঃখ ব্যথা সুখের কথা
সকলেই এক ভাষার,
সব হতাশার বর্ণই এক,
তেমনি সকল আশার।
দেহ হতে আত্মা উড়ে
গেলে পরকালে
সেখানে কি বিভেদ ঘোরে
জাত-বেজাতের চালে?
আল্লাহ্‌, ঈশ্বর আর ভগবান
নামেই শুধু ভিন্ন
সৃষ্টিকর্তা সবারই এক
একত্ব যার চিহ্ন।
ধর্ম-বর্ণ-জাত-কূল, বলিস
সব যুগের সৃষ্টি, ভাই,
সবার উপরে মানুষ সত্য
তার উপরে নাই।