সময়টা যে কেনো এতো দ্রুত বেগে সামনে ধায়
যা ছিলো আজ ক্ষণিক বাদে তাই-ই গত হয়ে যায়
হাল হকিকত বর্তমানের হয় যে অতীত একটু পর
চাপা পড়া অতীত গড়ে ধুলোমাখা এক স্মৃতির ঘর
আজ যে শিশু কাল সে কিশোর তরুণ হবে পরশুতে
সময়ের স্রোতে যুবক সে জন বৃদ্ধ হবেন শেষ প্রান্তে
যা হয়েছেন যা করেছেন অতীতের স্তূপে থেকে যায়
সবকিছুকে পিছে ফেলে সময়ের ঘোড়া সামনে ধায়।