তুমিতো মানুষ নও
তুমি রক্তচোষা জোঁক
হয়ত ঢের বেশী তারও
তুমি মানুষখেকো নেকড়ে।


রাজনীতির খোলসে তুমি
নরকের অধম কীট,
তুমি হায়েনার মুখ,
রক্ষার নামে করছ ভক্ষণ,
তুমি সর্বগ্রাসী, সর্বভুক।


সোনার বাংলা পুড়িয়ে করছো ছাই
তোমার দুর্গন্ধ আজ সবেতে পাই।
বেহায়া তুমি, মহাপাপী এক,
এমন করতে শুধু তুমিই পারো।
জেগে উঠো হে আমজনতা, বলো উচ্চস্বরে,
“হে নরাধম, হও দূর,
তুমি এ সোনার বাংলা ছাড়ো।”