স্রোতে গা ভাসিয়ে দিয়েছি সেই কবে,
অজানায় দিয়েছি পাড়ি, জানি না কী হবে।
কোথায় থামবো গিয়ে জানি না তা আজ,
হয়তো থামবোই না, থামা নয় কোনো কাজ।
অথৈ জলে নেমেছি বুঝি, পাশে নেই কেউ,
কিনারায় আঁছড়ে পড়ে বড় বড় ঢেউ।
নিথর দেহটাতে শুধু আঘাত পাই আমি,
মোহনার মুখে এসে হঠাৎ যাই থামি।
ফের স্রোতে ভেসে যাই সমুদ্রের মাঝে,
বুকের ভিতরে ভয় থেকে থেকে বাজে।
জোয়ারে সম্মুখ গমন, ভাটায় পশ্চাৎ,
লঘুচাপ পাকে পড়ে ঘুরছি হঠাৎ।
তলে ডুবি, ফের ভাসি, বাঁচা-মরা ভাব,
স্রোতে ভাসা, দিকহীন আমার স্বভাব।