অতি শখের, প্রিয় কিছু...
ভুল করে রেখে আসা
আমি এক অনন্ত ছায়াপথের যাযাবর!
ধুলোর মতো বেঁচে থাকি
তোমাদের এই স্বর্গের পৃথিবীতে!
আমার বেঁচে থাকায়
নোংরা হয়ে যায় গোলাপের পাপড়ি!
মাঝে মাঝে আমার আকাশে সফেদ মেঘ জমে!
ধীরে ধীরে কৃঞ্চ বর্ণের আকার হয়!
সে মেঘের চিৎকারে-
কারো বিচ্ছেদের করুণ আর্তনাদ শুনতে পাই!
তপ্ত দুপুরে ডানা ভাঙা চিলের মতো
জীবনের সমূহ প্রান্তরে নেমে আসে বিষাদের মিছিল!
আকাশ বুকে অহরহ প্রবাহিত হয়
করুণ ভালবাসার তীব্র রক্ত ক্ষরণ!
তবু যেনো কোনো ফুলের বাগান নেই-
এ অপ্সরীর বসুন্ধরায়!
চৌদিকে শুধু বিষণ্নতার দুর্গন্ধ।
ছন্দ উপমার বীজ
নষ্ট হয় গেছে বিচ্ছিন্ন এক নিখোঁজ পৃথিবীতে!
আমি এখন কবিতায় আর কী ফসল ফলাবো!