তুমি মাগো বাংলার আশা, বাংলার তুমি ভরসা,
তুমি মাগো ষোলো কোটি জনতার অমর ভালবাসা।
তুমি মাগো অহিংস, তুমি মাগো সাহসী,
তোমায় মাগো প্রাণের চেয়েও বেশি ভালবাসি।।


তুমি মাগো বাংলার আলো, তুমি মাগো মানবতা,
তুমি মাগো বিশ্ব জননী বাংলার শেখ হাসিনা।
তুমি মাগো বাংলার আস্থা, বাঙ্গালীর মনি,
তুমি আজ অসহায় বিশ্বের, তুমি যে মাগো বিশ্ব জননী।।


দুষ্টের দমন ও শিষ্টের লালন,
এযে মাগো তোমার এক অকৃত্রিম ভূষণ।
বঙ্গবন্ধু প্রেরণা ওরে আস্থা যে মাগো তুমি,
স্বাধীন করলেন তিনি মাগো, রক্ষা করলে তুমি।।


তুমি মাগো হতাশাদের আশা, তুমি মাগো অসহায়দের আশ্রয়,
তোমার নিকট মাগো কোনো অন্যায় পায়নাকো প্রশ্রয়।
তুমি যে মাগো নির্ভরতার প্রতীক, শক্তি যে তুমি,
তুমি যে মাগো এই দুনিয়ার আরেক জন্মভূমি।।


দারিদ্র পীড়িত বাংলার হাল ধরেছো যে মাগো তুমি,
তাইতো আজ উন্নয়নের পথে ধাবিত জন্মভূমি।
তোমার কর্ম উঁচুতে মাগো, তুমি যে বিশ্বের বীর,
তোমার জন্য আজ পর্বতসম উঁচুতে বাংলাদেশের শীর।


জয় বিশ্ব, জয় বঙ্গবন্ধু, জয়তু মাগো জয় মানবতা,
তোমার পরিশ্রম, তোমার কষ্ট যায়নিতো মাগো বৃথা।
বিশ্বের আজ যেখানে মানবতা অসহায়, সেখানে মাগো তুমি,
তুমি যে মাগো শুধু বাংলার নয়, তুমি যে বিশ্ব জননী।।


//রচনাকাল- ১১.৫৫(রাত)
২৮/০৯/২০১৯,
মোরেলগঞ্জ, বাগেরহাট।।