(১
এমনও মধুর লগনে,


বধুয়া মোরে গান শোনাবে।


বধুয়ার ঐ মাথায় দিয়ে ঘোমটা,


আনন্দতে নেচে ওঠে আমারই মনটা।।(২)


(২)


বধুয়া মোর মধুরও কন্ঠে সুর ধরেছে,


বাদলও বুঝি আজিকে খুব ঝরেছে।


পাশাপাশি দুজনে মিলে বসি,


বধুয়া মোর গানেরও মধ্যে দিয়েছেগো জান্নাতি হাঁসি।।(২)


(৩)


আমি ওরে গান শুনবো,


নাকি বধুয়ার রুপ দেখবো।


খুঁজে পাইনা ওরে কোনো কুল,


বধুয়ার এমনও মধুর সুরে আজিকে বুঝি বৃক্ষে ধরেছে মুকুল।।(২)


(৪)


বধুয়ার গান যেমন রুপও তার তেমন,


আমারও হৃদয় মাঝে বধুয়ার এ মধুর সুর করেছি যে বপন।


এমনও সুরে ওগো বধুয়া তুমি যেওনাকো দূরে,


তোমার এমনও সুর গাঁথা মোর কলিজায়-


তুমি দেখো বধুয়া চিরে।।(২)


সময়ঃ- ৪.১০(বিকেল)


২৬/১০/২০১৭


সাভার,ঢাকা।।