এপার বাংলায় আমি থাকি ওপার বাংলায় সে,
মন বোঝেনা তার কাছে কেমনে যাবোরে।
ভাগ হয়েছে দেশ ওরে হয়নিতো ভাগ মন,
রাগ করোনা প্রিয়া তুমি আসবে শুভক্ষণ।।


সরকার ওরে ভিন্ন মোদের, মনতো ভিন্ন নয়,
হৃদয়ের টান থাকলে ওরে হবেযে মোদের জয়।
পশ্চিমবঙ্গের ভাইতো ওরে আমার বাংলাদেশ,
দুই বাংলার এই প্রেম-প্রীতির নাইকো ওরে শেষ।


তোমার আমার প্রেম-প্রীতি যেমনও মধুর,
দুই বাংলারও ভালোবাসা তেমনি সুমধুর।
রাষ্ট্র মোদের ভিন্ন ওরে, ভিন্নতো নয় ভাষা,
এই ভাষায়ই প্রেম জাগে, জাগে ওরে আশা।।


ওপার বাংলায় মা জননী, এপার বাংলায় বাবা,
ওপার বাংলা মন্দির ওরে, এপার বাংলা কাবা।।
এপার বাংলায় বোন থাকে, ওপার বাংলায় ভাই,
দুই বাংলার এই প্রেম-প্রীতির শেষ যে ওরে নাই।


//রচনাকালঃ-
০৬/০৮/২০১৮ ইং
৩.৩৯(রাত)
বাগেরহাট সদর,
বাংলাদেশ।।