পাষাণ বন্ধু কষ্ট দিয়া আছে বড় সুখে,
আমি কি থাকবো বলুন তারই জন্য দুখে?
দিলের মধ্যে দুখের পাহাড় কান্নার জোয়ার বয়,
নরম দিলে কষ্ট দিলে তাকি সওয়া যায়?(২)


দিল বোঝেনা কোনো নিয়ম, দেখেনারে বাধা,
মুক্ত আমার হাত-পা যে, দিল ওরে বাধা।
দিলের খবর দিল বোঝেরে, বোঝেনারে সে,
দিলের মধ্যে ঝড় উঠেছে, ভাঙ্গবে তাহা কে??(২)


ওহহ নিঠুর বন্ধু কষ্ট দিয়া সুখে আছেরে,
আমার দিলে সুখ বসেছে তার সুখের জন্যরে।
আমার দিলে যাদু আছে বুঝলোনারে সে,
ব্যথা লাগে দিলে ওরে সেই জাদুর জন্যরে।।(২)


সেই যাদুতে পুড়ি আমি বুঝলোনারে পাষাণ বন্ধুরে,
ব্যথা লাগলে সুখ পাই ওরে যাদুর দিলেরে।
হায় মোর যাদুর দিলে ব্যথা নাইরে, আছে ওরে সুখ।
যাদুর দিলে ব্যথা পাক, হোকনা শত দুখ।।(২)


//রচনাকালঃ
২৬/০৭/১৮ ইং
সময়ঃ ১.৪৯(রাত),
বাগেরহাট সদর।।