আমি যে এক জিন্দালাশ,
কেমনে করি বসবাস?
চারিদিকে সর্বনাশ,
আমি যে এক জিন্দালাশ।
মান আছে মন নাই,
কেমনে আমি মানুষ হই?
বিধি মোরে দেছে দেহ, সেই দেহতে দিছেরে প্রাণ।
মোর সেই প্রাণেতে বিধি নাই তোরে ঘ্রাণ।।


বিধি মোরে ধরাতে পাঠিয়ে করিলো এ কেমনও চাষ?
আমি যে এক জিন্দালাশ।
কেমনে করি বসবাস?
চারিদিকে সর্বনাশ।
আমি যে এক জিন্দালাশ।।


মারা গেলে দেহতে যে পঁচন ধরে রে,
মোর দেহের পঁচন বিধি কই গেলোরে?
বিধি মোরে জিন্দা রেখে করলো কেমন ফাঁস?
আমি যে এক জিন্দালাশ।।


মারা গেলে গোর হয়, নয়তো হয় শ্মশান,
মোর গেলো কই গোর, গেলো কই মোর মান?
বিধি মোরে বাঁচিয়ে রেখে করলো কোন এ নতুন সর্বনাশ?
আমি যে এক জিন্দালাশ,
কেমনে করি বসবাস?
চারিদিকে সর্বনাশ,
আমি যে এক জিন্দালাশ।
আমি যে এক জিন্দা লাশরে।।