হে আল্লাহ নামায শেষে তোমার দরবারে ধরেছিগো মোনাজাত।
মালিক তুমি মোরে দাওগো হেদায়াত।
দুনিয়াতে পাঠাইছো তোমারও ইবাদত করতে,
ইয়া খালিক আমি প্রস্তুত সদা মরতে।।


মোনাজাতে তোমারও দরবারে,
কাঁদবো আমি কেমনও করে?
চোঁখে কোনো জল নেই, নেই কোনো অশ্রু।
আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত হে প্রভু।।


ভিক্ষা চাই মালিক ওরে তোমারও দরবারে,
জান্নাত দিও তুমি মালিক মোরে আখেরে।
তোমায় আমি ভালোবাসি বলে আল্লাহ ধরেছিগো মোনাজাত।
হে মাবুদ তুমি মোরে দিয়েগো নাজাত।।


ফিরাইওনা করুণাময় তুমি মোরে ফিরাইওনা,
জান্নাত দিও তুমি মোরে, করোগো বাসনা।
দয়া ধরো রব তুমি, মোরে করিও মুমিন,
আবারও তোমার সাথে কথা হবে, আমিন।।