কাটা গায়ে নুনের ছিটা দিসনারে বন্ধু আর,
কাটা গায়ে ব্যাথা লাগে হইছে যে মোর হার।
চলে যাবি তুই পাখিরে আসলি কেনো বল??
আমায় নিয়ে আর কতকাল করবি এমন ছল।।(২)


বুকের মধ্যে অনল জ্বলে নিভবে নারে সাঈ,
ওহহ মোর দিল পুড়ে হলোগো বন্ধু ছাই।
যেই গা কাটিছিস বন্ধু সেই গায়ে দিস নুন,
বেছে আছি আমিরে বন্ধু অন্তর করলি খুন।।(২)


এই খুনের বিচারও বন্ধু এই পিরিতে নাই,
তোরে আমি দুই পিরিতে ক্ষমা করতে চাই।
এমনও দহনও বন্ধু তুই সইতে পারবিনা,
এই দহনে পুড়েতো মন, পুড়ে কাটা গা।।(২)


শরীর কেটে যাসরে বন্ধু, নুনের ছিটা দিসনা আর,
কাটা গায়ে ব্যাথা লাগে, হইছে ওরে দিলের হার।
হার মেনে আমি যে বন্ধু হইছি জিন্দালাশ,
নুনের ছিটা দিসনা আর, করিসনা সর্বনাশ।।(২)


রচনাকাল//
২৯/০৭/২০১৮
১১.৩১(রাত)
বাগেরহাট সদর।।