আমি যে এক ঘরকুনো ব্যক্তি,


নতুন করে আর এর কি দেবো যুক্তি?


এমপি, মন্ত্রী অনেকে আমাকে চেনে!


বাস্তবে আমি যে কে তাকি তারা জানে?


কেউ চেনে ফেসবুকে, কেউ চেনে ব্লগে,


বাস্তবে বলুন আসলে আমি কে?


নেতাখাতা যারা আছে অনেকেই চেনে মোরে,


সরাসরি দেখা নেই, আমি যে অন্ধরমহলে।


কেউ চেনে পত্রিকায়, কেউ চেনে লেখায়,


কেউ যে চেনেনা মোরে সরাসরি দেখায়।


বড় বড় কবি সাহিত্যিকগন চেনে আমারে,


বাস্তবে তারা কেউ দেখে নায় এই নিজাম গাজীরে।


কেউ চেনে কবিতায়, কেউ চেনে কলামে,


বাস্তবে আমি যে আছি এক অন্ধরমহলে।


সবাই চেনে মোরে মোবাইলের কথায় ও লেখায়,


বাস্তবে চেনেনা মোরে কেউ দেখায়।


অসুস্থতার কারনে আজ আমি অন্ধরমহলে বন্দি।


তাইতো আমি অধম সরাসরি কারো সাথে করিনাকো সন্ধী।


এমনও অবস্থায় আমি অধম অনেক কাজের কাজি।


অসুস্থ হলেও আমি যে নিজাম গাজী।


অসুস্থতার বন্দী দশা কেটে গেলে সন্ধী করবো সবার সাথে।


এমনও ইচ্ছা রবের কাছে চাই আমি প্রার্থনাতে।।