আমার বাংলায় শকুন থাবা দিয়েছে
হত্যা করছে আমার বাংলার মানুষকে,
আমি যুবক কি বসে থাকবো,
কি বলে তোমাদের বিবেকে?
না,না,না আমি বসে থাকবোনা ।
অত্যাচারি শকুনদের আমি ধ্বংস করবো বাবা ।
দোহাই লাগে মা
তুমি আমায় বাধা দিওনা ।
শকুনদের ঐ মেশিনগানের চেয়ে আমার এই বাঁশের লাঠী যে ভয়ঙ্কর ।
দোয়া করো মা আমি ফিরে আসবো আবার ।।
মাথায় আমার জন্মভূমির পতাকা
জানি আমার এই যুদ্ধ যাবে নাকো কখনও বৃথা ।।
দীর্ঘ মাস যুদ্ধ করলাম আহত হলাম বারবার,
প্রান থাকতে শকুনদের রুখবো আমি হাজার বার ।।
যুদ্ধের এই ময়দানে তোমাদের খুব বেশি মনে পরে মাবাবা,
দোআ করো তোমরা-
রুখবো আমি ঐ শকুনদের থাবা ।।