আমার জন্মতো এক প্রবন্ধ,
আমার নিত্য ছুটে চলা এক একটা ছন্দ।
আমার ধাপে ধাপে বেড়ে ওঠা এক একটা কাব্যের চাষ,
আমার জীবন তরী যে এক নতুন ইতিহাস।।


আমার কষ্টগুলো এক একটা সাজানো উপন্যাস,
তাইতো আমার সাহিত্য জীবন হয়নি নাশ।
আমার সকল বিরহ এক একটা গীতিকবিতা,
তাইতো আমার সাহিত্য জীবন হয়নি বৃথা।।


আমার জীবন তরী বিশাল এক গল্প,
তাইতো আমি কবি লিখে যাই অল্প।
আমার সুখ-দুঃখ বড় এক নাটক,
তাইতো আমি কবি এখনও আছি সাহিত্যে আটক।।


সাহিত্য আমার সন্তান, সাহিত্য আমার সহধর্মীনি,
সাহিত্য আমার প্রভাত, সাহিত্য আমার রজনী।
সাহিত্য আমার আশা, সাহিত্য আমার নেশা,
সাহিত্য আমার শুন্য হৃদয়ের পূর্ণ ভালোবাসা।।


আমার মৃত্যু অঘটন হলেও সে থাকবে স্মরণীয়,
মৃত্যুর পরেও আমি ইনশা-আল্লাহ সাহিত্যের মাঝে থাকবো বরনীয়।।


রচনাকাল//
০৩/০১/২০১৮ ইং
১১.০৬(রাত)
মোরেলগঞ্জ, বাগেরহাট।।