সাহিত্য কি তা আমি অধম জানিনা,
সাহিত্যকে নিয়ে তৈরি করা নিয়ম আমি মানিনা।
সাহিত্যিকগন যা লিখে তাই সাহিত্য,
আর এভাবেই সাহিত্য চলবে নিত্য।।


সাহিত্য হলো সাহিত্যিকের প্রেম, ভালোবাসা,
সাহিত্য হলো উদ্যম, সাহিত্য হলো আশা।
সাহিত্য নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে চলেনা,
সাহিত্য তৈরি করা নিয়মের কথা বলেনা।।


স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ইত্যাদী মানা সাহিত্য নয়,
সাহিত্যকে যারা নিয়মের মধ্যে আবদ্ধ করেছে তারা সাহিত্যের ভয়।
সাহিত্যমনে যা আসে তাই সাহিত্যের নিয়ম,
নব্য গুরুজন নিয়মকে এখন করেছেন যম।।


অন্তরা, আভোগ, সঞ্চারি ইত্যাদী মানা সাহিত্য নয়,
সাহিত্য নিয়মের মধ্যে থাকলে কিভাবে হবে জয়?
আমি কোনো নিয়ম মানিনা, আমি কোনো নিয়ম জানিনা,
সাহিত্যিকগণ যা লিখে তাই নিয়ম, যদিও হয় তা নিয়মহীনা।।


আমার কথাগুলো শুনে যদি আমাকে খামখেয়ালী মনে হয়, তবে আমি তাই,
তবুও আমি চিৎকার করে বলবো সাহিত্যে কোনো নিয়ন নাই।
রবী, নজরুল, লালনের লেখায় কোনো নিয়ম ছিলনা,
তাই দয়া করে কেউ নিয়মের কথা বলনা।।


নিয়মে বদ্ধ যারা, তারা সাহিত্য জগতের কলঙ্ক,
তাইতো এরা বারবার ভুল করে সাহিত্যের অঙ্ক।
সাহিত্যকে নিয়মের অর্গলে রেখে কখনও করা যাবেনা পরাধীন,
সাহিত্যের কোনো নিয়ম নেই, সাহিত্য সেতো চিরস্বাধীন।।


রচনাকালঃ-
১৪/১২/২০১৭ ইং
সময়ঃ-৩.২১(রাত),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।