ভালোবাসা দেহে নয়, ভালোবাসা মনে,
দেহ টেনে ক্ষণে ক্ষণে কেনো যাও বনে?
দেহেরও লাগিয়া কতো জনে গিয়েছে যে রণে!
ভালোবাসা কারে কয় বুঝে কি এই প্রেমিক জনে??


বনে আর রণে গেলে পাওয়া যায় দেহ,
মন পাবে কোথায় গেলে বুঝাবে তা কেহো।
দেহেরও ভক্ষণ মিনিট চার-পাঁচ কিম্বা দশ,
মন ওরে বেসে যায় ভালো বারোমাস।।


ভালোবাসা দেহে হলে কি করে হয় তা ভালোবাসা?
মন না থাকিলে বলো কোথায় থাকিবে আশা?
আশা, ভালোবাসা, দেহ, মোহ আর মন,
বলিতো সবগুলোই মোদের প্রয়োজন!!


মন দিয়ে দেহ নিলে সেটি কিগো ভোগ?
দেহ, মোহ এযে সব মনেরই রোগ।
প্রকৃত ভালোবাসা, সরল প্রেম, সুন্দর মন।
সততা আর নিষ্ঠাকে করে যে সে আলিঙ্গন।।


পবিত্র ঐ মন পেলে পাওয়া যায় সব,
দেহ নিয়ে কেনো এতো নিষ্ঠুর কলরব??
দেহের ভাষা নোংরা ওরে সুন্দর যে মনের ভাষা,
দেহে নয়, মনেই থাকে প্রকৃত ভালোবাসা।।


//রচনাকাল
০১/০৯/২০১৮
১১.৪০(রাত)
সাভার, ঢাকা।।