জানো কি বন্ধু, তুমি কে?
কি তোমার পরিচয়?
ভেবে দেখ তুমি
উত্তর টা পেয়ে যাবে নিশ্চয়।


মায়ের গর্ভে র সংকীর্ণতা
কাটিয়ে পেয়েছ বসুন্ধরা,
সুন্দর এই ভবে এসে
ভুলে গেলে সেই মালিকেরে?


আবারো যে সামনে আসছে সময়
পাড়ি দিতে হবে আরেক বলয়,
ক্ষনীকালয় ছাড়ি যেতে আসল বাড়ি
দিতে হবে যে বিরামহীন পাড়ি।


ভেবে ভেবে যদি কেটে যায় দিন
কি লাভ বল ওরে
তাইতো বলি যাত্রা পথের
সামানা নে যুগিয়ে।


যাত্রা পথের সামানা যদি
না হয় পর্যাপ্ত,
পথের মাঝেই পথিক তোমার
যাত্রা হবে সমাপ্ত।


মনে রেখ
অযাত্রা বড় নির্দয় বড়ই করুন
তাইতো বলি সময় আছে সাবধানে থাকুন।
সে যাত্রা র কামান শুধুই পুন্য
সেদিন সবই ধোঁকা সবই বৃথা যা আছে অন্য।