সব পূজারি মরুক দাঙ্গায় ;
প্রভু, তুমি একাই থেকো।
একাই করো ভজন সাধন,
অষ্ট-প্রহর নিরঝঞ্জাট।
সৃস্টি তোমার পেরিয়ে গেছে সহিষ্ণুতার স্বর্ণপ্রপাত।
একাই দুটো জুটিয়ে নিয়ো;
প্রসাদ সমান লুটিয়ে দিয়ো।
সাধ্যি কি আর তোমায় ছোঁবে,
উন্মাদনার খড়গ প্রতাপ।
শুধুই ভেবে উদাস লাগে,
গান শোনাতাম সন্ধে রাগে-
সেখানে রোজ একঘেয়ে গান,
শুনে তোমার মন রুচিবে!!!
বিদায় বেলায় তোমায় বলি,
বিচিত্রতায় জগত ভালো,
দু-এক দণ্ড মিলিয়ে চলো।