জানি তুমি ফিরবে দ্বিতীয় চুম্বনের বাসনায়,
আমি তখন বলবো অগণিত নক্ষত্র পতনের গল্প।
কৈশরের বিন্দু বিন্দু শিশির জমে কি করে সরোবরের জন্ম হয়,
বলবো নাইটিঙ্গেলের হৃদয় ক্ষরণে রাঙ্গা হওয়া গোলাপের গল্প।
জানি তুমি মানস সরোবরের অপার্থিব রুপের বর্ণনা শুনতে আসোনি,
তবে আমি গাইবো মেঘ আর মিলনের বন্দনা।
শ্যেন দৃষ্টে বিদ্ধ করবো বিব্রত বদন
যেন আমার অব্যক্ততা ঘিরে রাখে তোমায় অনন্তকাল।